ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: আমিনুল ইসলাম 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৮, ২৩ অক্টোবর ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বার আউলিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের  সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেছেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। ফলে বর্তমানে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। 

শনিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজের এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আরও বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষাঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। সেসব ভবনে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে। ফলে, শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। স্বাধীনতা বিরোধীচক্র সব সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এ কলেজের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়।

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বার আউলিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজ উল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোজাহিদ বিন আলম কাইছার, বিশিষ্ট ব্যাংকার ও রাজনীতিবীদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ এম কামাল উদ্দিন সহ কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ। 

এ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রফেসর রেজাউল করিম চৌধুরী একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি